নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। নির্বাচন কমিশনের কাছে সব প্রার্থীই সমান। যিনি নির্বাচনী আচরণবিধি ভাঙবেন, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।.
আজ শনিবার বিকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।.
ইসি রাশেদা সুলতানা বলেন, নির্বাচনী আচরণবিধি ভাঙলে প্রার্থিতাও বাতিল করা হতে পারে। শুধু তাই নয়, আচরণবিধি ভাঙলে ২০ হাজার থেকে ১ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। আবার যদি কেউ ভয় দেখান বা হুমকি ধামকি দেন, তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। আইন অনুসারে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: